ময়মনসিংহে যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ৩১ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৪৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে পৃথক অভিযানে এই দুই নেতাকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানান ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক টুটু এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জসীম উদ্দিন জনি। খবরের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, অভিযান চলছে। পরে জানানো হবে।
স্থানীয় বিএনপি নেতারা জানায়, গত ২৯ মার্চ নিরীহ মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। বিক্ষোভ শেষে পুলিশের সাথে ধস্তধস্তির ঘটনা ঘটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এ সময় গ্রেফতার হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী। এ ঘটনায় ওইদিন রাতেই চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে বিস্ফোরক ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলা দায়ের করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এরপর থেকে নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ।