স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে ফরিদপুরে শহর বিএনপির বিক্ষোভ কর্মসুচী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১৫ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
স্বাধীনতা দিবসে সাধারন মানুষ হত্যার প্রতিবাদে দেশ ব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে আজ বেলা ১২টার সময় স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে শহর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজোয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাচান চৌধুরী রঞ্জন, জেলা বিএনপির সাবেক মৎস্যজীবি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন, কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানু মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমএম ইউসুফ প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে শহীদুল ইসলাম বাবুল ফ্যাসিস সরকার কর্তৃক নৃশংস ভাবে মানুষ হত্যা ও ন্যাক্কার জনক নরকীয় তাণ্ডবের প্রতিবাদ জানান এবং হত্যার বিচার দাবী করেন। চৌধুরী নায়াব ইউসুফ বলেন বর্তমান সরকারের সময় স্বাধীনতা দিবসে পুলিশ র্নিবিচারে সাধারন মানুষকে গুলি করে হত্যা করেছে। আমরা এ হত্যা কান্ডের প্রতিবাদ জানাই।
বিক্ষোভ সমাবেশে শহর ও কোতয়ালী বিএনপি,মহানগর যুবদলসহ জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিল।