সোনারগাঁওয়ে মহাসড়কে আলেমদের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২০ পিএম, ২৯ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৯:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
সরকার কর্তৃক নিরিহ আলেম ওলামাদের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ ভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন ।
গতকাল রবিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে করেন নেতাকর্মীরা। ওই সময় তারা নানা শ্লোগান দেন।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবদলের সভাপতি সহিদুল ইসলাম স্বপন, যুবদলের যুগ্ম আহবায়ক নূর এ ইয়াছিন নোবেল, যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, সেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা ছাত্রদল মোঃ জাকারিয়া ভুইঁয়া, জেলা ছাএ দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান শান্ত, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম প্রধান, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসাইন দুলু, মোঃ শাহজালাল, সিফাত আদনান, তাইজুল ইসলাম, ফজলে রিমন, আবু রায়হান, শাহেদ, নাহিদ মোঃ খোকা, লিটন, হাসনাত, নয়ন, মুন্না, সোনারগাঁও পৌর ছাত্রদল নেতা কাজী নাদিম, রনি, সজিব, ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, সদস্য শাকিলসহ শতাধিক নেতাকর্মী।