ঢাকা, চট্টগ্রামে মুসল্লিদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ এএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৩:২১ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ঢাকা, চট্টগ্রামে মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ শনিবার দুপুরে জাতীয়তাবাদী যুবদল রাজধানীর কাকরাইলে বিক্ষোভ মিছিল করে।
এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। এ সময় জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা রক্তের নিষ্ঠুর হোলিখেলা চলছে। বিরোধী দল এবং বিরুদ্ধ মতের সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও অমানুষিক নির্যাতন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।
তিনি বলেন, গতকাল ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাধারণ মুসল্লিদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ গুলিবর্ষণ ও বেধড়ক লাঠিচার্জ করেছে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সাধারণ ছাত্ররা তাৎক্ষণিকভাবে মিছিল বের করলে বেপরোয়া গুলি চালিয়ে এ পর্যন্ত চারজনকে হত্যা ও অসংখ্য ছাত্রকে গুরুতর আহত করে। এদের রক্ত বৃথা যেতে পারে না। প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়া হবে।
ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ : ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে ছাত্র এবং মুসল্লিদের হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর ও পশ্চিমের যৌথ উদ্যোগে মহাখালী রেলগেট হতে তিতুমীর কলেজ হয়ে পুনরায় মহাখালীতে পুলিশের ব্যাপক বাধা, লাঠিচার্জের মুখে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উক্ত প্রতিবাদ মিছিলের শেষ পর্যায়ে পুলিশের লাঠিচার্জ, ব্যাপক ধরপাকড়ের মধ্যেও নেতাকর্মীরা সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।
ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ : রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এ বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা একাধিক গাড়ি ভাঙুর করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল করে। সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০টায় ধোলাইখাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলের দিকে পুলিশ অগ্রসর হলে বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা একাধিক গাড়ি ভাঙচুর করে। এতে কয়েকজন পথচারী আহত হয়। বিক্ষোভ মিছিলে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, পাবেল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেএম সাখওয়াত হোসেনসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মোক্তাদির হোসেন তরু, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বি আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহবায়ক আকতার এবং সদস্য সচিব আমান উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।