শহীদদের স্মরণে মানিকগঞ্জ জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০২:২৮ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপি সকল শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করে দিবসটি পালন করেছে।
গতকাল শুক্রবার (২৬ মার্চ) প্রথম প্রহরে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র্যালী নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর, বিএনপি নেতা জামিলুর রশীদ খান, মাকসুদুর রহমান মুকুল, আ ফ ম নুরতাজ আলম বাহার, মোতালেব হোসেন, তোজাম্মেল হক তোজা, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, সাধারন সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের , জেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল ইসলাম খান সজীব ও সাধারন সম্পাদক নুরশাত উল ইসলাম জ্যাকি প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনও দেশের জনগণ স্বাধীন হতে পারেনি। এক দলীয় সরকারের রোষানলে দেশ আজ ভারতের কাছে জিম্মী। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ৫০ বছর আগে আজকের এই দিনে লাল সবুজের একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিল এদেশের জনগণ। এই স্বাধীন দেশে এখন গুম-হত্যা চালিয়ে এক নায়কতন্ত্রে দেশ পরিচালনার পরিকল্পনা করছে বর্তমান সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ’বীর উত্তম’ খেতাব বাতিলের পায়তারা করছে সরকার। বর্তমান সরকারের অসৎ উদ্দেশ্য প্রতিহত করতে জেলা বিএনপি অগ্রণী ভুমিকা রাখবে।