তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ পিএম, ২৫ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪০ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
আজ বৃহস্পতিবার ( ২৫ মার্চ) সিরাজগঞ্জে জেলা যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দল যৌথভাবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বেলা ১১ টার সময় জেলা যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়।
পরে সেখান থেকে সম্মিলিত একটি বিক্ষোভ মিছিলি বের হয়ে ইবি রোডস্থ বিএনপির অফিসের সামনে এসে শেষ হয় এবং সেখানে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আনোয়ার হোসেন রাজেশের পরিচালনায় জেলা যুবদল-জেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।
এ সময় বিএনপি নেতৃত্ববৃন্দের মধ্য উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, খ ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রনজন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফাজামান, আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামীম হোসেন হিটলার প্রমুখ।
এ ছাড়া জেলা যুবদলের সহ সভাপতি আলামিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মঈনুল ইসলাম রাষ্ট্র, সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ - সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।