মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করায় আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ২৫ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:৫২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে মো. শাহজাহান নামে এক কাউন্সিলর প্রার্থীকে জোরপূর্বক প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ তুলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল বুধবার (২৪ মার্চ) ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে সন্ধ্যায় পৌরসভার তুলাতলী এলাকায় নিজ বাড়িতে বিষ পান করে শাহজাহান আত্মহত্যার চেষ্টা করেন।
এর আগে গতকাল বিকেলে তিনি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রত্যাহারের আবেদন জানালে সেটি গৃহীত হয়। পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল শাহ জাহানসহ ফেনীর সোনাগাজীতে মেয়র ও কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এর মধ্যে মেয়র পদে দুইজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নয়জন এবং সংরক্ষিত ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের করেন।
শাহ জাহান অভিযোগ করেন, নিজ দলের কয়েকজন নেতা জোর করে তাকে কাউন্সিলর পদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছেন।
শাহ জাহানের স্বজনেরা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করায় সন্ধ্যায় তিনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দরজা খুলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, ‘বিষপানে অসুস্থ অবস্থায় শাহ জাহান নামের একজনকে হাসপাতালে আনা হয়। দ্রুত তার পাকস্থলী পরিষ্কার করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এবারের নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় মাঠে একচেটিয়া আওয়ামী লীগ। মেয়র পদে বর্তমান মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে মনোনয়ন দিয়ে (নৌকা প্রতীকে) একক প্রার্থীর চেষ্টা করা হলেও শেখ সেলিম নামে মনোনয়ন বঞ্চিত একজন বিদ্রোহী প্রার্থী হন, এ ছাড়া স্বতন্ত্র একজন এবং ইসলামি শাসনতন্ত্রেরও একজন প্রার্থী রয়েছে।
কাউন্সিলর পদে প্রথমে জেলা আওয়ামী লীগ মনোনয়ন দিলেও পরে উন্মুক্ত ঘোষণা করে। অভিযোগ উঠেছে বিজ্ঞপ্তি দিয়ে উন্মুক্ত ঘোষণা করলেও দলীয় মনোনয়নের বাইরে স্বদলীয় এবং অন্যান্য প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এর আগে নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় বৈঠকে বিদ্রোহীদের বাড়িঘর ছাড়া করার হুমকি দেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল চৌধুরী। যার ফলে অনেকে বাধ্য হয়ে প্রত্যাহার করেছেন আবার কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন।