

প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলা আহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ২৩ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:১৮ পিএম, ৭ জুন,
বুধবার,২০২৩

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি দেয় প্রগতিশীল ছাত্র জোট । তাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই টিএসসিতে দাহের জন্য তৈরি করে রাখা কুশপুত্তলিকা কেড়ে নিয়ে গেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ছাড়া আন্দোলনকারীদের ‘চুপ’ থাকতে বলেছেন তারা। অন্যদিকে সকল বাঁধা অতিক্রম করে প্রগতিশীল ছাত্র জোট মিছিল করলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উপর অতর্কিত হামলা চালায় এতে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের অনেক ছাত্র নেতারা গুরুত্বর আহত হয়।
আজ মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্র জোটের কর্মীরাা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ফের টিএসসিতে আসে। এসময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভকারীদের কাছ থেকে মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয়। এরপর তারা কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানায়। এরই মাঝে ছাত্রলীগের কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ডাবের খোসা, মোটরসাইকেলের হেলমেট, ইট-লাঠি দিয়ে দুই পক্ষ হামলা-পাল্টা হামলা করে। এরপর ছাত্রলীগের কর্মীরা এগিয়ে গিয়ে ছাত্র জোটের কর্মীদের উপর হামলা করে। হামলার শিকার থেকে বাদ পরেনি নারী নেত্রীবৃন্দও।