ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকীতে বরকতউল্লাহ বুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৭ পিএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৭:০৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু বলেছেন, যেই পদ্ধতিতে দেশে এখন ভোট হয় সেই পদ্ধতিতে আপনারা আর কখনোই ভোটে যাবেন না। কারণ এই পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের ভোট দিতে পারবেনা। এই পদ্ধতির পরিবর্তন হলে আমরা আবার ভোটে যাব।
তিনি বলেন, দেশে আজ গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবরের উপরে বেড়ে ওঠা বৃক্ষ আজ বিরাট আকার ধারণ করেছে। বিগত ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ২৯ ডিসেম্বর যেভাবে মানুষের ভোট ডাকাতি হয়েছে তা দেশবাসী কখনোই ভুলবেনা।
বিএনপির সাবেক মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবীদ জননেতা কেএম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল রবিবার (২১ মার্চ) বিকেলে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ডেয়রি ফার্ম মাঠে নগরকান্দা ও সালথা উপজেলা এবং নগরকান্দা পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বরকতউল্লাহ বুলু বলেন, কেএম ওবায়দুর রহমান ছিলেন আপামর সাধারণ মানুষের নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন। বিপদে আপদে তাদের পাশে থেকেছেন। যারা রাজনীতি করেন তাদের জন্য এর থেকে শিক্ষনীয় অনেক কিছু রয়েছে।
সভায় বক্তব্যকালে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ওবায়দুর রহমানের একমাত্র কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু স্মরণ সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যদি এদেশের মানুষ কোনদিন তাদের ভোট দিতে পারে তাহলে অবশ্যই ধানের শীষের বিজয় হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নগরকান্দা-সালথার অসংখ্য মানুষ জানমাল দিয়ে সংগ্রাম করেছেন। তাদের এই আত্মদান কখনো বৃথা যাবেনা।
স্মরণ সভায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া সম্রাট, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, আলিমুজ্জামান সেলু প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।
এর আগে নেতৃবৃন্দ লস্করদিয়ায় কেএম ওবায়দুর রহমানের বাসভবন প্রাঙ্গণে অবস্থিত মরহুমের কবর জেয়ারত করেন এবং সেখানে শ্রদ্ধাস্বরুপ পুস্পাঞ্জলি অর্পণ করেন।
সভায় ফরিদপুর ছাড়াও বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ, রাজবাড়ি, মাদারিপুর ও শরিয়তপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।