করোনায় মারা গেলেন বিএনপি নেতা আহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ পিএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৫১ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
প্রাণঘাতী করোনাভাইরাসে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল শনিবার (২০ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে রাত ১২টা ১৫ মিনিটে মারা যান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপকমিটির সদস্য, জি- নাইনের সদস্য এবং গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ রাত ১২টা ১৫ মিনিটে মারা গেছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শনিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী (৭৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এ নিয়ে একদিনেই বিএনপির দুজন নেতার মৃত্যু হলো।