সবাইকে কথা বলার অধিকার দিতে হবে-ডা. জাফরুল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ এএম, ২৪ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ০২:০৩ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সুষ্ঠু ও মানবিক গণতন্ত্র ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। রাজনীতি করার এবং বক্তব্য দেয়ার অধিকার আমার আছে। কিন্তু সেটা আমাকে করতে দেয়া হচ্ছে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচি'তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের নামে ছেলেখেলা করে লাভ নেই। আজকের জনগণকে প্রকৃত মানবিক এবং সুষ্ঠু গণতন্ত্র দিতে হবে। সবাইকে কথা বলার অধিকার দিতে হবে।