শেরপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ পিএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৩:১১ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার (১৫ মার্চ) শেরপুর উপজেলা আহবায়ক কমিটিতে শাহ মো. কাওসার আলী কলিন্সকে আহবায়ক, তাহেরুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং দুলাল শেখ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আর শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলে মো. হাফিজুল আসিফ শাওনকে আহবায়ক, বেল্লাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং নাসিম সরকার সাদ্দামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল এবং ১নং সদস্য রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।