সালাহউদ্দিন আহমদের ৭ম গুম দিবস পালন করেছে জেলা ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৮ পিএম, ১১ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:২৩ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৭ম গুম দিবসে কক্সবাজার জেলা ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি পালন করে৷
গতকাল বুধবার (১০ মার্চ) এ কর্মসূচির মধ্যে ছিল সকালে সমিতি পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, দুপুরে দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ (শহরের বিভিন্ন এলাকায়) বিকালে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচি সমূহে অংশগ্রহণ করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম বলেন, কক্সবাজার জেলার কৃতি সন্তান সালাহউদ্দিন আহমদ ফেরার প্রত্যাশায় লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষায়৷ এখনো দেশের আবালবৃদ্ধবনিতা তাঁর শূন্যতায় চোখের জল ফেলে।
তিনি আরো বলেন, আমরা আশা করি সকল আইনি জটিলতা কাটিয়ে দেশের মাটিতে শীঘ্রই ফিরে আসবেন। সেদিন লক্ষ লক্ষ জনতা প্রিয় নেতাকে বরণ করার জন্য রাজপথে নেমে আসবে৷
দোয়া মাহফিলে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের রোগমুক্তি, দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় কক্সবাজার জেলার আওতাধীন শহর, সদর উপজেলা, বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আতিকুর রহমান।