বগুড়ায় শহর স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ব্যানার খুলে ফেলে দিল কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পিএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ১০:৫০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের সময় মিটিং এর ব্যানার খুলে ফেলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে দুই গ্রুপের একই সময়ে ডাকা পাল্টাপাল্টি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১৩ মার্চ জেলার শেরপুরের বালেন্দা গ্রামে 'শস্যচিত্রে বঙ্গবন্ধু' স্থাপিত প্রকল্পটি পরিদর্শনে আসবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। ওই দিনের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা ডাকা হয়েছিল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে। শহর স্বেচ্ছাসেবকলীগের মশিউর রহমান মন্টি ও নাছিম দুই গ্রুপই বেলা ১২ টার দিকে পৃথকভাবে সভা আহবান করে।
সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান মন্টি গ্রুপের দুজন আহত হয়েছেন বলে দাবি করেছেন মন্টি। মন্টি শহরের উত্তর অংশের স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দেন।
তিনি নাছিমকে দায়ী করে বলেন, 'আমরা দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করছিলাম। এমন সময় নাছিম তার লোকজন নিয়ে হামলা চালিয়ে কর্মীদের মারধর শুরু করে এবং আমাদের প্রস্তুতি সভার ব্যানার খুলে ফেলে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।
দুই কর্মী গুরুতর আহত হয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেছেন মন্টি।
নাছিম শহরের স্বেচ্ছাসেবক লীগের দক্ষিণ অংশের নেতৃত্ব রয়েছে বলে জানা গেছে।
নাছিমের ফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিখন বলেন, 'বেলা ১২ টার দিকে আমাদের প্রস্তুতি সভা ছিল। কিন্ত আমরা দলীয় কার্যালয়ে গিয়ে দেখি আমাদের সভার জায়গা দখল করে রেখেছে মন্টিসহ তার লোকজন। তবে ওই সময় মারধরের কোনো ঘটনা ঘটেনি।'
তবে নাছিম গ্রুপ হামলার ঘটনা অস্বীকার করে একইদিন বুধবার বিকেলে সভা দলীয় কার্যালয়েই অনুষ্ঠিত হবে বলে জানায়।
তবে চেষ্টা করেও ভিপি শাহীনের বক্তব্য পাওয়া যায় নি।
সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।