নারীদের একসাথে এক আওয়াজ তুলতে হবে - সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ এএম, ৯ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৪২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, নারীমুক্তিতে সকল বাধা অতিক্রম করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে। সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। তাহলেই সত্যিকারের নারী মুক্তি সম্ভব হবে।
আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ধানমন্ডির আইএসটি মিলনায়তনে বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।
সেলিমা রহমান বলেন, দেশের বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী নির্যাতন অব্যাহত হারে বৃদ্ধি পাচ্ছে। বিরোধী মত ও পথের নারীদের বিরুদ্ধে শুধু মামলা-হামলা করছে না, তাদের বাহিনী দিয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধও করাচ্ছে। নোয়াখালীর সুবর্ণচরে এক নারী ধানের শীষে ভোট দেয়ায় তাকে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সোনার ছেলেরা। এরকমভাবে সারাদেশে তারা নারী নির্যাতনের নিকৃষ্টতম ইতিহাস তৈরি করছে।
তিনি বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। নারীদেরকে অবশ্যই তাদের ভয়েস রেইজ করতে হবে। নারীকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ।
বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেন, দেশের তথাকথিত ও অবৈধ সরকার প্রধান একজন নারী হলেও তিনি আরেকজন নারী নেত্রীকে নির্যাতন করছেন। বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে বছরের পর বছর ধরে আটক রেখেছেন। তার মৌলিক অধিকার ক্ষুণœ করছেন। তাই এই সরকার ক্ষমতায় থাকলে নারী উন্নয়ন ঘটবে না। এই সরকারের পতন ঘটাতে নারী সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট ড. শাহিদা রফিকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।