সরিষাবাড়ীতে ৬৩ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ৮ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ১১:০০ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
জামালপুরের পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা খানসহ ৬৩ জনের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে উপজেলা ছাত্রদল, পৌর ও সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।
আজ সোমবার (৮ মার্চ) সকালে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ সময় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল আলীম সবুজ, সদস্য সচিব মোর্শেদ আলম, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আলম, সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনহাজসহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল সরিষাবাড়ী বড় বাজার প্রদক্ষিন করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের কবরে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করে।
কর্মসূচীতে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেয়।