যুবদল নেতা জুয়েলের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ৮ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৩৩ এএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত ১৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিল শরিফ উদ্দিন জুয়েলের মুক্তির দাবিতে মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
গতকাল রবিবার (৭ মার্চ) বিকেলে সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলটি সরকারী তিতুমীর কলেজ গেট থেকে মহাখালী হয়ে পূনরায় তিতুমীর কলেজ গেটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন জুয়েলের গ্রেফতারের তীব্র নিন্দা জানান ছাত্রদল নেতারা। তারা অবিলম্বে জুয়েলের মুক্তি দাবি করেন।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক করীম প্রধান রনি, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ জসীম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রহিম শেখ, সহ-সাধারন সম্পাদক শামসুজ্জামন সুজন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু হোজায়ফা রকি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম হাবিব, সহ-সম্পাদক রাইয়ান ইসলাম আদর, সহ সম্পাদক মেহেদী হাসান অভী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি খোকন চৌধরী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, রাজীব, সোহাগ, মাসুম, আব্দুল্লাহ, রাজু, মুসা, রাসেল, দিপু, সাঈদুল, জিহাদ, আতিক হাসান রোকন সহ তিতুমীর কলেজে ছাত্রদলের নেতৃবৃন্দ।