দলীয় কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা হত্যা, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ এএম, ৪ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৫০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অভ্যন্তরীণ কোন্দলের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যাকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আজিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০), সোহান মোল্লা (১৮) ও একই গ্রামের শামসুল হকের ছেলে ইমান আলী (৩০)।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগ নেতা মিরু হত্যার ঘটনায় তার ভাই হিরু মিয়া বাদি হয়ে ১২ জনের নামে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন। হত্যাকা-ের সময় ব্যবহৃত দুইটি সিএনজি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, দলীয় কোন্দলের জেরে সোমবার রাত দেড়টার দিকে সিংগাইরের জয়মন্টপ এলাকায় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়িতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।