জামালপুর পৌরসভায় গণসংযোগে বাধাঁ ও অস্ত্র প্রর্দশন করছে আওয়ামীলীগ, অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:২৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা মটর সাইকেল বহর নিয়ে আমার নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলা, গণসংযোগে বাধাঁ, বাড়ী বাড়ী গিয়ে হুমকি ও অস্ত্র প্রদশন করে আমার নেতা কর্মী, সমর্থক ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এ ব্যাপারে রিটানিং অফিসারকে বারবার অভিযোগ করলেও তারা কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করেন নাই।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সরদারপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন-“ বাংলাদেশে নির্বাচনের নামে কি হচ্ছে? নির্বাচনের নামে একটি পেশী শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রহসনের নির্বাচন সৃষ্টি করার তৎপরতা চলছে। সরকার ১২ বছর যাবত এই কাজ করে আসছে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে জামালপুর পৌরসভা নির্বাচন”।
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী মামুন অভিযোগ করে বলেন-“আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু পৌর এলাকার বিভিন্ন সরকারি জায়গা ও চলাচলের রাস্তার উপর প্রচার ক্যাম্প এবং মাত্রাতিরিক্ত ক্যাম্প স্থাপন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না জেলা নির্বাচন কমিশন”।
তিনি আরো বলেন- “ছানোয়র হোসেন ছানু নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই গনসংযোগ ও মিছিল করেছে। এছাড়া ছানুর কর্মী সমর্থকরা প্রতিনিয়ত তার প্রচারনায় বাধা প্রদান করছে, বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, হুমকি, বাড়ি-ঘর ও মটরসাইকেল ভাংচুর করলেও নিশ্চুপ রয়েছে স্থানীয় প্রশাসন।
মামুন বলেন-“১০ ফেব্রুয়ারি পৌর শহরের ৬নং ওয়ার্ডে উঠান বৈঠকের প্রস্তুতিকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: সুরুজ্জামান আমাদের বাধা ও হুমকি দেয় এবং নির্বাচন থেকে সরে দাড়াতে বলেন। পরের দিন শহরের পাথালিয়া দিয়ে যাওয়ার সময় ছানুর কর্মী হান্নান আমাদের গাড়ির গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পিস্তল প্রদর্শন করেন”।
ওয়ারেছ আলী মামুন বলেন- এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে বার বার অভিযোগ করলেও ব্যবস্থা গ্রহন করেননি। তিনি প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিবসহ বিএনপি সমর্থিত ১২টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।