মহাসচিব এর বাসায় ঢিল সাময়িক বহিষ্কার বিএনপি'র ১২ নেতা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪৫ এএম, ১৩ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০২:৩৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ঢিল ছোড়ার ঘটনায় ১২ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি। গত ১০ অক্টোবর বিকেলে মির্জা ফখরুলের বাসায় ঢিল ছোড়েন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলের মনোনয়নবঞ্চিত এম কফিল উদ্দিন আহম্মেদের ২৫-৩০ জন সমর্থক।
আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলটি এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায়। অবশ্য বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে কেবল দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে। এই ১২ জনকে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।
সাময়িক বহিষ্কার হওয়া নেতারা হলেন, রাজধানীর দক্ষিণ খান থানা বিএনপির সহসভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিম উদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম ও মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও উত্তরা থানা বিএনপির সদস্য (সাবেক সাধারণ সম্পাদক) নূর মোহাম্মদ।
এদিকে গতকাল রোববার দুপুরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বৃহত্তর উত্তরার আট থানার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতারা মির্জা ফখরুল ইসলামের উত্তরার বাসায় যান। তাঁরা ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।