ভোলা পৌরসভা নির্বাচনে কর্মী সভা ও প্রচারণায় কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৩৭ পিএম, ৩০ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
পঞ্চম ধাপে ভোলা পৌরসভা নির্বাচনে জেলা বিএনপি’র আয়োজনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মো. হারুন আর রসিদ ট্রুম্যানের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন- কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও চরফ্যাশন মনপুরার কৃতিসন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও ভোলা পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রার্থী মো. হারুন আর রসিদ ট্রুম্যান, ভোলা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.এনামুল হক, ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ মো. জামাল উদ্দিন লিটন, সেচ্ছাসেবকদলের সভাপতি মো.জামিল হোসেন অদুদ, ছাত্রদলের সাধারন সম্পাদক মো. আল আমিন হাওলাদার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ন সম্পাদক মো. মোস্তফা,ছাত্রদল সভাপতি মো. নুরে আলমসহ ভোলা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ওলামাদলের নেতৃবৃন্দরা।
পরে কেন্দ্রীয় যুবদল সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভোলা সদর রোডে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মো. হারুন আর রশিদ ট্রুম্যানের পক্ষে প্রচারণা অংশ নেন।
কর্মী সভাটি পরিচালনা করেন-ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।