ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবের মুক্তি দাবি শাকিলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৮ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:২২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল।
গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডক্টর শাকিল অবিলম্বে রাকিবের রিমান্ড বাতিল করে তার নি:শর্ত মুক্তি দাবি করেন।
বিবৃতিতে শাকিল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেধাবী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিবকে আটক করা হয়েছে। বিনা ওয়ারেন্টে রাকিবকে আটক ও পরবর্তীতে রিমান্ড নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শাকিল বলেন, অবিলম্বে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবকে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আরো কঠোর হবে।
উল্লেখ্য, গত বুধবার রাত পৌনে দশটার দিকে রাকিবকে রাজধানীর কাটাবন এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।