জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে ফরিদপুরে শহর ও কোতয়ালী বিএনপির মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৩:১২ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরে মিছিল এবং সমাবেশ করেছে শহর ও কোতয়ালী বিএনপি ।
আজ রবিবার বেলা ১১টার দিকে শহরের কোর্টচত্তর এলাকায় মিছিল শুরু হয় হলে পুলিশের সংগে নেতাকর্মীদের সংগে দস্তাদস্তির শুরু হয়, এক পর্যায়ে স্বাধীনতা চত্তরে এক সংক্ষিপ্ত সমাবশের মাধ্যমে সভা শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারন সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুরাদ হোসেন। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ইশতিয়াক রশিদ, হাবিবুর রিমু, জিতু খান ,অনিক প্রমুখ।