‘ধানের শীষে ভোট দিলে এলাকা ছেড়ে চলে যান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ এএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৫৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
আগামীকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন। নির্বাচন নিয়ে সর্বত্র চলেছে গণসংযোগ। আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ থেকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, ‘ধানের শীষে ভোট দিলে এলাকা থেকে চলে যান।’
গত মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের ২ নম্বর ওয়ার্ডের গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কথা বলেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
স্থানীয় সূত্র জানায়, আঞ্জুমান আরা বন্যার গণসংযোগ করতে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যান কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রীরা। বন্যার পক্ষে গত কয়েকদিন টানা গণসংযোগ করেন কেন্দ্রীয় মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ও কেন্দ্রীয় নেত্রীরা।
গণসংযোগে মাহমুদা বেগম বলেন, ‘সারাদেশে আজ নৌকার জয়জয়কার। চারদিকে নৌকা জিতে যাচ্ছে। নৌকা ছাড়া কোনো কথা নেই। যাদের মনে এখনো ধানের শীষের প্রতি পিরিত আছে কিংবা টান আছে, তারা ১৩ ফেব্রুয়ারির মধ্যে ঠাকুরগাঁও ছেড়ে চলে যান। আগামী ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন। তাই ১৩ ফেব্রুয়ারির সন্ধ্যার পর ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের দেখতে চাই না। তাদের ভোটকেন্দ্রে আসার প্রয়োজন নেই।’
গণসংযোগে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, ‘নির্বাচনি মাঠে অনেক ধরনের কথা বলতে হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের প্রার্থীর বিরুদ্ধে বলছেন, আমরাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বলছি। এইটা নির্বাচনি কৌশল। কৌশলের অংশ হিসেবে এটি বলেছি আমরা।’
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, কোনো প্রার্থী এ ধরনের কাজ করতে পারবেন না। এটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, একই সঙ্গে আমার কাছে অভিযোগ এসেছে; তখন আমি নিজে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও মহিলা লীগ নেত্রীদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের কাজ যাতে আর না হয় সে বিষয়ে তাদের সতর্ক করেছি। এরপর এ ধরনের ঘটনা ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারণায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের একটি বক্তব্য পত্রিকায় প্রকাশিত হওয়া বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তার বক্তব্যের অডিও এবং ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কোনো অরাজনৈতিক বক্তব্য যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘যার যার খুশি মতো বক্তব্য কোনোভাবেই প্রশ্রয় দিবে না আওয়ামী লীগ।’