শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিনষ্টের চেষ্টায় লিপ্ত : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৭:৪৪ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিনষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত লন্ডনের রয়েল রিজেন্সি হলে বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য ও স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছেন, প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করেছেন, সিলেটের ইলিয়াস আলীসহ প্রায় সাতশ মানুষকে গুম করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রেখেছেন, আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আর আজ তিনি ভারতে বসে তার দলবল নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছেন। আর এই চক্রান্ত শুরু করে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিনষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছেন। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে স্বাধীনতাকে বিপন্ন করা যায়, কিভাবে বাংলাদেশকে আবারো অন্ধকারে নিমজ্জিত করা যায় সেই চেষ্টায় লিপ্ত রয়েছে। তাকে ক্ষমা করা যায়, ক্ষমা করা যায় না।
তিনি বলেন, আমি বারবার বলেছি শেখ হাসিনাকে হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণতন্ত্র ও গণহত্যার অপরাধে অবশ্যই দ্রুত বিচার করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন কমিশনসহ সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা আমলাতন্ত্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। গোটা প্রশাসক আওয়ামী লীগতন্ত্র হয়ে গিয়েছিল। বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল। আল্লাহর রহমতে এখন সেটা পরিবর্তন হচ্ছে।
তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন বর্তমান ইউনূস সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এই সরকারকে সহযোগিতা করে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এ সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত এই জঞ্জালগুলোকে সাফ করতে হবে। যত দ্রুত সম্ভব সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে হবে। আমরা মনে করি নির্বাচনব্যবস্থা প্রশাসন বিচারব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার সেগুলো সংস্কার করে আমাদের নির্বাচনের দিকে ফিরে যেতে হবে। নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে। যারা যোগ গণতন্ত্রকে ভালো পায় না তারা ততই মাথাচাড়া দিয়ে উঠবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ভারতে আজ হিন্দুত্ববাদের উত্থান হয়েছে। গত ১৬ বছর তারা বাংলাদেশের স্বৈরাচারবিরোধী কোনো কথা বলেনি। ভারত কিন্তু আজ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র করছে। এর জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, ফেসিস্টরা এখনো সক্রিয় রয়েছে। আন্দোলন এখনো শেষ হয়নি, আজকে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দলীয় সবাইকে ঐক্যবদ্ধ থেকে সোচ্চার থাকতে হবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যারিস্টার নাসিম উদ্দিন অসীমসহ ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাজ্যের প্রতিটি শহর থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।