সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ এএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:১৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি'র প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর অবৈধভাবে খেতাব বাতিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে সরকার কতৃক সাজা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় অনুষ্ঠিত এ মশাল মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শরীফ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক করিম প্রধান রনি
উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন ও যুগ্ম আহবায়ক হাসানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার অনিকসহ ঢাবি ও হল শাখা ছাত্রলের নেতাকর্মীবৃন্দ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি আর এ গনি মোস্তফা, সহ-সভাপতি শুভ, সহ-সভাপতি এডিএম বাকির জুয়েল, সহ-সভাপতি কাজল, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কবির মিঠু, যুগ্ম সম্পাদক ওমর ফারুক হিমেল ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, সহসাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, ছাত্রনেতা রুহুল আমিন টুটুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেতা আবিদ কামাল রুবেল ও শাহাদাৎ হোসেনসহ নেতাকর্মীবৃন্দ
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুন্সি মোঃ জসিম রানাসহ তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মী।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল রবিনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
এছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সম্পাদক আল হেলাল সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ-পরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমানসহ ঢাকা কলেজ নেতৃবৃন্দ।