বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম ঘোষণা
মোজাহিদ বিল্লাহ, দিনকাল
প্রকাশ: ১১:৫৭ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৪:০৮ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন সাংগঠনিক টিম ঘোষণা করেছে।
গতকাল শনিবার (৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর নেতৃত্বে এই টিম গঠিত হয়েছে। ছাত্রদলের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যেই এই টিমের কাজ হবে।
ছাত্রদল নেতারা জানিয়েছেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের ভূমিকা সুদৃঢ় করতে এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের মতামত ও ভাবনা শোনা ও তা বাস্তবায়নে অংশীদার করতে এই টিম কার্যকর ভূমিকা পালন করবে।
এই নতুন টিমের ঘোষণা সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে।