অতি আত্মবিশ্বাসী হয়ে জনবিচ্ছিন্ন হবেন না, নেতাকর্মীদের তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৩:৪৩ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জনগণের ভোট নিশ্চিত করা গেলে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা প্রসিদ্ধ করার মতো অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (৬ নভেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, দলীয় নেতাকর্মী, সমর্থকদের জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে। নিরপেক্ষ ভোট হলে বিএনপি জনপ্রিয় দল হিসেবেই বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হবে। তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।
এ সময় পতিত আওয়ামী লীগ বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের কুফল এখনও জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে। দেশের মানুষ পরাধীনতার শেকলে আটকা পড়েছিল। বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্যরা বিচার দাবি করারও সাহস করেননি।
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের কথা বলে বিশ্বের কাছে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।
এ সময় আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সবসময় অতীত নিয়ে পড়ে না থেকে, শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই এখন প্রত্যাশা।
দেশের সুস্থ ও স্বাভাবিক অবস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করারও আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত সরকারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে।
দিনকাল/এসএস