বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে দিতে রংপুরে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ পিএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০২:৩২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে দিতে রংপুর কারমাইকেল কলেজ ও রংপুর মডেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কারমাইকেল কলেজ ও রংপুর মডেল কলেজ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে দিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এমএম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক: সালেহ মো: আদনান, তাইজুল ইসলাম খান উপস্থিত হন।
এসময় রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক সফিউল ইসলাম সবুজ, মুকিতুর রহমান মেরিন, শহারিয়ারর রাহাত, কারমাইকেল কলেজের সাধারণ সম্পাদক আবু হাসনাত লেলিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ উল আলম মীমসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে রংপুর জেলা ও অধীনস্থ ১১টি ইউনিটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক মিলু সরকার, যুগ্ম আহবায়ক মো: আকাশ, সদস্য সচিব আবতাবুজ্জামান সুজনসহ জেলা ও বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগামী ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অবদান অনেক রয়েছে। বিএনপি ও ছাত্রদলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকেই আহত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দিনকাল/এমএইচআর