সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সম্মানে খালেদা জিয়াকে মুক্তি দিন-লিংকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩ এএম, ১১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:১৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সম্মানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লুটেরাদের আখড়ায় পরিণত হয়েছে।
আজ বুধবার জাতীয় পার্টির ঢাকা মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় লিংকন এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাতীয় পার্টির আহবায়ক হান্নান আহমদ খান বাবলু। আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন, আব্দুল বারেক সাবেক কমিশনার ও যুগ্ম মহাসচিব এডভোকেট এএসএম শামীম, কাজী মোহাম্মদ নজরুল, মহসিন সরকার, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, জাতীয় পার্টি ঢাকা মহানগর সদস্যসচিব গাজী ওমর ফারুক, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদ রাশেদসহ নেতৃবৃন্দ।
লিংকন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশ চলছে মিডনাইট ভোটে নির্বাচিত সরকারের অধীনে। দেশ পরিচালিত হচ্ছে অদক্ষ, অযোগ্য, দাম্ভিক, দুর্নীতিবাজ আমলাদের অধীনে, সৎ, যোগ্য, দক্ষ আমলারা অসহায়। তিনি বলেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে আমলাদের দৌরাত্ম্যে জনপ্রতিনিধিরা অসহায়। আওয়ামী লীগের সৎ ও দেশপ্রেমিক নেতাকর্মীরা দুর্নীতিবাজ হাইব্রিড সিন্ডিকেটের কাছে অসহায় আর বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মী গায়েবি মিথ্যা মামলার আসামি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দেশ চলছে আমলাদের শাসনে। রাজনৈতিক নেতারা পরাজিত, অসহায় জীবনযাপন করছেন। লিংকন স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে মুজিববর্ষের সম্মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে সকল গায়েবি মিথ্যা মামলা প্রত্যহারের আহবান জানান।