হাসিনা রান্না করা খাবার রেখে পালিয়েছেন : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:২৩ এএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা বলেছেন তিনি পালিয়ে যাবেন না। ছাত্র-জনতার আন্দোলনে তিনি ভয়ে পালিয়েছেন। গণভবনে তার (হাসিনার) জন্য রান্না করা খাবার তিনি খেতে পারেন নাই। সেই খাবার খেয়েছেন জনতা। এদেশের মানুষ মুক্তি পেয়েছে। দেশের মানুষ হাসিনাকে ক্ষমা করবে না।
আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলায় বনবাড়িয়া স্কুল মাঠে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভায় একথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেশের জনগণ। দূর্নীতি করে একজন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান পাঁচশত কোটি টাকার মালিক হয়। গণঅভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে।
তিনি বলেন, এই আওয়ামী লীগের আমলে ভোটের অধিকার ১৪ থেকে ২৪ সাল পর্যন্ত বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেন নাই। সংসদ বা ইউপি নির্বাচন কোনো জায়গাতেই ভোট দিতে পারেননাই। খুন, লুট রাহাজানি, বাংলাদেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আজকে এখানে মিটিং করতে পারছি। কিন্তু মিটিং করার সময় স্মরণ করতে হয়, আ.লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন সয়দাবাদের বাঐতারা ও কালিয়া হরিপুরের মাটি বিএনপি নেতাকর্মীদের রক্তে রক্তাক্ত করা হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল তাদের লাশ দেখার। তাদের হাত-পায়ের নখ তুলে ফেলেছিল, মুখের দাঁত তুলে ফেলেছিল। তারা ১৬টা বছর আমার বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার মিসেস যখন নির্বাচন করেন সেই ২০১৮ সালে তাকে গুলি করা হয়েছিল, এখনো তার শরীরে গুলি আছে। দুজনকে গুলি করে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। এভাবেই নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আলাহও সহ্য করেন না। এই বনবাড়িয়ায় মোটরসাইকেলে তারা বোম মেরে আমাদের নেতাকর্মীদের ওপরে দোষ চাপিয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আজকে এই হাসিনার নির্যাতন আল্লাহ-ও সহ্য করেন নাই। আল্লাহ বলছেন, আমি নির্যাতনকারীকে নির্যাতন করতে দেই, দেখি কতটুকু করতে পারে। আজ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অহংকার করবেন না। অহংকার করলে কি হয় তা হাসিনার পরিনতি দেখে শেখেন। যারা আমাদের বের হতে দেয় নাই, টুকুকে আসতে দেয় নাই, আজ তারা সবাই পালিয়েছে। এটা নিয়তি, এটাই রাজনীতি।
অনুষ্ঠান শেষে ইকবাল হাসান মাহমুদ টুকুু ব্যক্তিগত তহবিল থেকে সিরাজগঞ্জে নিহত আব্দুল আলীম, সোহানুর রহমান রঞ্জু, গুলিতে পঙ্গু ছাত্রদল নেতাকে পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নাজমুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
দিনকাল/এসএস