সংস্কার ও নির্বাচন দুটোই একঙ্গে করতে হবে : বগুড়ায় মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ১২:৪১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলনে প্রায় হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। ২০হাজারের মত মানুষ চোখ, হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে করতে হবে। দেশের মানুষ ১৫বছর ভোট দিতে পারেনি। স্বাধীন ভাবে মতপ্রকাশ করতে পারেনি। এমন একটি ভোটের ব্যবস্থ প্রতিষ্ঠা করতে হবে, যে ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ তার নিজের ইচ্ছা, প্রতিফলন ঘটাতে পারে।
এই বাংলাদেশে যতবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই ভোট কেউ চুরি করতে পারেনি। অধ্যাপক ডা. ইউনুস সরকারের সাথে আমাদের সংলাপ হয়েছে। তারা দ্রুত নির্বাচন দিতে কাজ শুরু করেছে বলেও মন্তব্য করেন মান্না।
আজ (২ নভেম্বর) শনিবার বিকেলে শহরের সাতমাথা মুক্তমঞ্চে নাগরিক ঐক্য বগুড়া জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাগরিক ঐক্য বগুড়ার নেতা অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলার সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, পাপ্পু ইসলাম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা, যুগ্ম আহ্বায়ক এনামুল সরকার প্রমুখ।
দিনকাল/এসএস