শেখ হাসিনার বিচারের দাবিতে মিরপুরে ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১১:২০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) বিকালে মিছিলটি রাজধানীর মিরপুর টোলারবাগ থেকে শুরু করে মিরপুর ২ শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে আকরাম আহমেদ বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা।
তিনি বলেন, দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদেরে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ থানা ও ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইচআর