ঝিনাইদহে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মতবিনিময়
তারেক রহমানের সাথে হাসিনা পতনের দুইবার প্ল্যান করে এবার সফল হয়েছি - গণঅধিকারের রাশেদ
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৮:২৪ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:৩০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আমি আপনাদের ভাগ্যের উন্নয়নে কাজ করতে চাই। দেশের উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি। এই বিপ্লবের ফসল সবার। এই বিপ্লব এখনো শেষ হয়নি। দেশে ফ্যাসিবাদি শাসন বিলোপ ঘটানোর মধ্য দিয়ে আমরা বিপ্লব শেষ করতে চাই। রাশেদ খাঁন বুধবার বিকালে ঝিনাইদহের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
ঝিনাইদহ-২ আসনে কেন্দ্রীয় বিএনপির চিঠি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রাশেদ খান বলেন, বিএনপির সাথে আমাদের (গণঅধিকার পরিষদ) যুগপৎ সম্পর্ক। গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও নেপথ্যে থেকে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার পতনের মাস্টারপ্লান বাস্তবায়ন করেছে। বিএনপি ঝিনাইদহ-২ আসনকে কেন্দ্র করে যে চিঠি দিয়েছে সেটি কেন দিয়েছেন তা বিএনপির নেতৃবৃন্দই বলতে পারবেন। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। জনগণ সিদ্ধান্ত নেবে কে এমপি হবে, কে নেতা হবে।
অন্তর্বর্তী সরকার প্রশ্নে রাশেদ খান বলেন, এই সরকার সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পারছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। জাতীয় সরকার গঠিত হলে এই সমস্যা গুলোর সমাধান হয়ে যাবে।
রাশেদ খান বলেন, আমি ঝিনাইদহের সন্তান। আমি নিন্মবৃত্ত পরিবার থেকে উঠে এসে এখন জাতীয় পর্যায়ে রাজনীতি করছি। ২০১৮ সালে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। ২০২৪ সালের আন্দোলনে কাজ করেছি। পুলিশ আমার বাড়িতেও ২ বার অভিযান চালিয়েছে। কিন্তু গ্রেফতার এড়িয়ে আন্দোলন চালিয়ে গেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালা উদ্দিন সাহেবের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ করে আমি, গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু শেখ হাসিনার পতনের প্লান করি। এর আগে বিএনপি ও অন্যান্য দল শেখ হাসিনার পতনের আন্দোলন করে ব্যর্থ হলেও এবার সফল হয়েছি।
তিনি বলেন, শেখ হাসিনার পতনের পরও ঝিনাইদহে শেখ হাসিনার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাদের নামে মামলা হচ্ছে না। ঝিনাইদহে টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। আবার টাকা না দিলে তার নামে মামলাও দেওয়া হচ্ছে। এমন ঘটনা ঘটছে। আমরা সবকিছুরই খবর রাখছি। আসুন অন্যের বদনাম না করে সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি। সবাই দেশের জন্য কাজ করি।
তিনি আরও বলেন, আমি সরকারে যেতে পারলে ঝিনাইদহের পিছিয়ে পড়া স্বাস্থ্য শিক্ষাখাত নিয়ে কাজ করতে চাই।
মতবিনিময় সভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সংগঠনের ঝিনাইদহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইচআর