বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেবিদ্বারে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ২৭ অক্টোবর,রবিবার,২০২৪ | আপডেট: ০৩:৪৭ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
কুমিল্লার দেবিদ্বারে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী দেবিদ্বার নিউ মার্কেট চত্বর যাত্রী ছাউনিতে এসব কর্মসূচি পালিত হয়।
দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম (ভিপি শাহীন), দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবদুল হাই কায়সার, বাতেন সরকার, যুবদল নেতা মেহেদী হাসান রিয়াদ, পৌর যুবদলের সভাপতি শাহ জামান, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির নিজামর, সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আবু মুছা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আকন্দ মানিক সহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় প্রায় তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মেহেদী হাসান - এমবিবিএস, পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম) এবং ডাঃ ফারহা আজিজ - এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল সাধারণ মানুষের জন্য কাজ করছে। সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তারা বলেন, বিগত দিনে জনগণকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশ সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র-জনতা মাঠে নেমেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল।
দিনকাল/এমএইচআর