সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩২ এএম, ২১ অক্টোবর,সোমবার,২০২৪ | আপডেট: ১১:০০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে তাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়।
তালেবুর রহমান বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইমরান আহমেদ সিলেট-৪ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে তাকে এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। গত জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে মন্ত্রিসভায় স্থান পাননি তিনি।