আনুপাতিক হারে নির্বাচনের জন্য আমাদের সমাজ প্রস্তুত নয় : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ১৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১২:২৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, তাদের বিচার দেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো সমাজ ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। এরা অবস্থান করছে বলেই জুনায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। একইভাবে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দিদারকে তারা দিনে-দুপুরে নির্মমভাবে হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) নরসিংদীর রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের স্থানীয় সমন্বয়ক মরজাল ইউনিয়ন ছাত্রদলের কর্মী জুনায়েদ আল হাবিবকে হত্যার প্রতিবাদে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত পথসভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিগত ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। তাদের যথার্থ মূল্যায়ন করা হবে। আওয়ামী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনে যদি কোনো স্লথ গতি ও ঢিলেডালা ভাব থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, আমরা যে একটি পৃথিবী কাঁপানো বিপ্লবের কথা বলছি, ৫ আগস্টের যে অন্তর্নিহীত চেতনা, তার মূলমন্ত্র ব্যাহত হবে, চেতনাকে অবমূল্যায়ন করা হবে।
আনুপাতিক হারে নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনারা আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, এটার জন্য আমাদের সমাজ এখনো প্রস্তুত নয়। পদ্ধতিটি জটিলতা তৈরি করবে। কারও স্বার্থে বিষয়গুলো আপনারা টেনে আনবেন না। নেপাল এটা চালু করেছিলো, এলোমেলো হয়ে গেছে। একটা নতুন পদ্ধতি তৈরি করতে হলে সমাজ এবং জনগণের আকাঙ্খার মিল থাকতে হয়। আমাদের জনগণ এটার জন্য প্রস্তুত নয়। দেশের সুশীল সমাজকে বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে দেখছি। আপনারা যদি মনে করেন- এটা সঠিক, তাহলে নির্বাচন ব্যবস্থা আরও ভেঙে পড়বে।
পথসভার আগে ও পরে তিনি ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবার গুলোর খোঁজ-খবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় শহীদ জুনায়েদের বাবা জসিম উদ্দিনের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজভী। বিএনপি তাদের পরিবারের পাশে থাকবে এবং জুনায়েদের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে শহীদ জুনায়েদের বাবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দিনকাল/এসএস