রবিউল আলমের দলীয় পদ স্থগিত করলো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ পিএম, ১৪ অক্টোবর,সোমবার,২০২৪ | আপডেট: ১২:২৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির পদ স্থগিত করেছে দলটি।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পদ স্থগিত করার বিষয়টি জানিয়ে তাকে চিঠি দেয়া হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় সঙ্গে থাকার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে রবির নাম উঠে আসে। যার প্রেক্ষিতে হত্যা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবিউল আলমের সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে। সেটি জানিয়ে আজকে তাকে চিঠিও দেয়া হয়েছে।
এরআগে একই ঘটনায় গত ১১ অক্টোবর রবিউল আলমকে শোকজ নোটিশ দেয় বিএনপি। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। কিন্তু রবিউল আলমের জবাব সন্তোষজনক না হওয়ায় দল এই সিদ্ধান্ত নিয়েছে।
তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি শেখ রবিউল আলম রবি।
দিনকাল/এসএস