মানিকগঞ্জে আ’লীগ নেতার শর্টগান উদ্ধার, গ্রেপ্তার হয়নি আপেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০১ পিএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১২:২৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলকে গ্রেফতার করতে না পারলেও তার ব্যবহৃত শর্ট গান উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সদর থানার মানরা এলাকা থেকে শর্ট গানটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ রফি (অপু) বলেন, গত ৪ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের লক্ষ্যে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমাতে হত্যার উদ্দেশ্যে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগের দোসররা ছাত্র জনতার কঠোর প্রতিরোধে মুখে পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগসহ ওই ঘটনায় অংশগ্রহণকারী পতিত সরকারের দোসরা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে নিরস্ত্র ছাত্র-জনতার বর্বরোচিত ওই হামলায় অর্ধশতাধিক আহত হয়।
তিনি বলেন, যে শর্টগান দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো হয়েছিল সেটি উদ্ধারে আমি মানিকগঞ্জের পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, খোয়া যাওয়া এই শর্ট গান সন্ত্রাসীদের হাতে পড়লে অপব্যবহারের আশঙ্কা থাকতো।
পালিয়ে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে এই নেতা বলেন, গুলি শেষ হয়ে যাওয়ার পরেই তারা ধাওয়া খেয়ে বাসস্ট্যান্ড থেকে যে যার জীবন নিয়ে পালিয়ে গিয়েছে এবং হয়তো তখন তারা এটি ফেলে রেখে চলে গিয়েছিল। সন্ত্রাসীর হাতে পড়লেও হয়তো মানিকগঞ্জবাসী নিরাপদ থাকত না। এখন মানিকগঞ্জবাসী সবাই অনেকটা নিরাপদ বোধ করছে।
এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ জানান, পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে ও দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের মানোরা নামক এলাকায় খালের ঢালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শর্টগানটি উদ্ধার করা হয়। গোপনে সংবাদ পেয়ে পুলিশ এই উদ্ধার অভিযান চালায়।
ওসি জানান, গত ৪ আগস্ট উক্ত লাইসেন্সকৃত শর্টগানটি হারিয়েছে মর্মে মানিগঞ্জ থানায় জিডি করেন সুলতানুল আজম খান আপেল।