দেবিদ্বারে অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপি'র সহায়তা প্রদান
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৯:২৭ পিএম, ২ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:০৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার দেবিদ্বারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১ টি পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের কানিবিল এলাকায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া জামশেদ আলম এর হাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এ আর্থিক সহায়তা তুলে দেন।
এছাড়া ভারতের আগ্রাসনে গোমতীর বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়া সুবিল ইউপির ৫০টি পরিবারে পুনর্বাসনের জন্য আজ এসব আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, সুবিল ইউপি বিএনপি'র আহ্বায়ক গোলাম জোবায়ের, সদস্য সচিব ডাক্তার গোলাম মোস্তফা, কুমিল্লা উঃ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সহ-সভাপতি আবদুল হাই কায়সার, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, পৌর যুবদলের সহ-সভাপতি সবুজ পাঠান, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, কুমিল্লা উঃ জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী, যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন, সাদেক হোসেন, সদস্য সচিব নামজুল হাসান, পৌর সেচ্ছাসেবক দল নেতা আবু মুছা, মোঃ সুজন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সফিউল্লাহ আকন্দ মানিক প্রমুখ।
সহায়তা প্রদান শেষে তারেক মুন্সি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উপজেলার সুবিল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবার সহ দেবিদ্বার উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য বিএনপির ত্রাণ তহবিল ও আমার নিজের পক্ষ থেকে বন্যার্ত পরিবার গুলোর মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছি। আজ উপজেলার সুবিল ইউনিয়নের ৫০ টি পরিবারের মাঝে সেসব সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্লাবিত হওয়া ইউনিয়নগুলোর সব পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।