কেবল তারেক রহমানই পারবেন দেশের গণতন্ত্র অটুট রাখতে : যুবদল সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৩ পিএম, ২ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:৩৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
নেতাকর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আপনারা নিজেদের দেশ গড়ার কাজে নিয়োজিত করবেন।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই- যেখানে দেশের সর্বস্তরের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের দাবি পেশ করতে পারে।
আজ বুধবার (০২ অক্টোবর) বিকেলে ফেনী ট্রাংক রোডস্থ গ্রান্ড সুলতান কনভেনশন সেন্টারে এক যৌথ কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্যে নয়ন এসব কথা বলেন। স্বাধীনতার মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক নির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে নুরুল ইসলাম নয়ন বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে রেখেছিল। শেখ হাসিনার উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া । আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা, রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবেন বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে। দেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, কথা বলুক। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানাই। দলের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। মামলা প্রত্যাহার করে গণতন্ত্রকে সংহত করার দাবি জানান যুবদল সাধারণ সম্পাদক।
নুরুল ইসলাম নয়ন বলেন, গেল ১৭ বছরের বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীদের অত্যাচারে বিএনপি নেতারা ঘুমাতে পারতেন না। এখনো আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে , এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক। আমরা সবসময় আপনাদের পাশে আছি। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের পূজা যেন নির্বিঘ্নে হয় সে ব্যাপারে সচেষ্ট থাকবে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এ ছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ-দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন ভুইঁয়াসহ ফেনী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
দিনকাল/এসএস