কোনাবাড়িতে শ্রমিক দলের সমাবেশ
শ্রমিকরা অসংগঠিত থাকায় ফ্যাসিবাদ টিকে থাকতে পেরেছে : শিমুল বিশ্বাস
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৯:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ১২:২৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিগত সরকারের ষড়যন্ত্রে সত্তর শতাংশের অধিক শ্রমজিবি মানুষ অসংগঠিত থাকায় বাংলাদেশে ফ্যাসিবাদ এতোদিন টিকে থাকতে পেরেছে।
এখন পর্যন্ত এ বিপ্লব পরবর্তী পরাজিত শক্তি দেশে দেশে, জনপদে জনপদে ষরযন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে।
আজ (শনিবার) গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক দলের সমাবেশে দলটির সমন্নয়ক শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক শ্রেণির লোকজন যদি সম্মিলিত হয়ে, কাধে কাধ মিলিয়ে এক সাথে হয়ে সেসব শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, তবেই দেশ কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবে।
তিনি বলেন, এই বিপ্লবের পর, ফ্যাসিবাদের অনুসারিরা দেশের বিভিন্ন অঞ্চলে, গ্রামে-গঞ্জে মিলিত হয়ে ডাকাত বেসে ডাকাতি শুরু করে ছিলো, জনগণ পাহারা দিয়ে তাদের প্রতিহত করেছে। এখন তারাই এসেছে আন্দোলনের নামে সচিবালয় ঘেড়াও করে প্রধান উপদেষ্টা এবং সচিববালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। সেখানে সফল হতে না পেরে এখন দেশের সকল শিল্প কারখানা বন্ধ করে শ্রমিকদের আয়-রোজগার বন্ধ করার পায়তারা করছে তারা।
তিনি আরো বলেন, এই চক্রান্তের বিরুদ্ধে দলের মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশ মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আমরা শ্রমিক দলের নেতৃত্বে ২১টি শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করব। দেশ বাঁচানো, শিল্প বাঁচানো, শ্রমিকের ন্যায্য মজুরি আদায়ের যে লড়াই আমরা শুরু করেছি, সে লড়াই শেষ না হওয়া পর্য়ন্ত অব্যাহ থাকবে।
দিনকাল/এসএস