সব সংস্কার অন্তর্বর্তী সরকারকে করতে হবে কেন? প্রশ্ন নজরুল ইসলাম খানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:০৪ পিএম, ২ অক্টোবর,
বুধবার,২০২৪
সব সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কেন? এমন প্রশ্ন তুলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত।
আজ (বুধবার) রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
এসময় তিনি বলেন, গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে সমাজের সকল শ্রেণীর মানুষ বৈষম্যের শিকার হয়েছে। সাংবাদিকরা লিখতে পারে নাই, কারো বাকস্বাধীনতা ছিল না। প্রতিটি ক্ষেত্রে মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এ থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে সমাজের সবাই এসে একত্রিত হয়েছে।
নজরুল ইসলাম আরও বলেন, দীর্ঘ দিনের আন্দোলন সফল হয়েছে জুলাই-আগস্টের সংগ্রামের মাধ্যমে। ছাত্র-জনতা যে কারণে আন্দোলন করেছে, তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। নির্বাচিত সরকার কী কী সংস্কার করবে, তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরবে, যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে। যাতে সংস্কারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে।