আহত শরিফুল ইসলামের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৭ পিএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৩:১৪ পিএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে স্বৈরাচার হাসিনা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত শরিফুল ইসলাম ও তার ছেলে আবু বকরের সাথে আজ (১৩ সেপ্টেম্বর) বাদ জুমআ তাদের খোঁজ খবর নিয়ে সহানুভূতি জ্ঞাপন করে 'আমরা বিএনপি পরিবার' এর একটি প্রতিনিধি দল।
এ সময় ভুক্তভোগী শরীফুল ইসলাম বলেন, আমি ন্যায় বিচার চাই এবং আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি এতো ব্যস্ততার মধ্যেও আমাদের খোঁজ খবর নিচ্ছেন।
প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের সদস্য মোসতাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার এবং কদমতলি থানা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আজিজ।
প্রসঙ্গত, স্বৈরাচার হাসিনার পতনের পরে নতুন বাংলাদেশের স্বাধীনতার বিজয় মিছিলে যান আবু বকর। মিছিলটি মুরাদপুর জিরোপয়েন্টে গেলে আওয়ামী লীগের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর খুনি রুহুল আমিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মিছিলে সশস্ত্র হামলা করে। এতে উনার দুই হাত প্রায় বিছিন্ন হয়ে যায়। জাতীয়তাবাদী দলের সহযোগিতায় গত ২১ আগস্ট কদমতলি থানায় হামলাকারীদের নামে মামলা করলেও আসামিরা আগাম জামিনে আছে।