চোখ হারানো মাদ্রাসা ছাত্রের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
হাসনাইন নাহিয়ান সজীব, দিনকাল
প্রকাশ: ০৩:৪২ পিএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০২:১৩ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চোখ হারানো ১৩ বছর বয়সের দূরন্ত কিশোর সিকাতুল ইসলাম ও তার পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সাথে সহানুভূতি জ্ঞাপন করে ' আমরা বিএনপি পরিবার' এর একটি দল।
সিকাতুল ইসলাম (১৩) এর বাবা বাক্কার মিয়া পেশায় একজন রিক্সা চালক। তিনি জানান, সিকাতুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ি ইউনিয়নের তেরোয়ালী মসজিদ সংলগ্ন হাফেজি মাদ্রাসায় পড়ত। সম্প্রতি তিনি সিকাতুল কে ঢাকায় একটি মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য উত্তরার মধ্য আজমপুরের হাজি জনাব আলী রোডের বাসায় নিয়ে আসেন। সেই সময় সিকাতুল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যায়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২৪ আন্দোলনরত অবস্থায় উত্তরা আজমপুর রেলগেট সংলগ্ন এলাকায় ডান চোখে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। গুলির সেই আঘাতে তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে যায়। সিকাতুল এখন অনেক অসুস্থ কারো সাথে কথা বলে না। তার দরিদ্র বাবা চিকিৎসা করাতে চরম হিমসিম অবস্থায় পতিত হয়েছে। এই পরিস্থিতির খবর জেনে তারেক রহমান তাত্ক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা সহ 'আমরা বিএনপি পরিবার' এর একটি টিমকে গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সিকাতুলের বাসায় পাঠান।
এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুসতাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল বাশার এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক আজিমউদ্দিন মেরাজ।