ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৯ এএম, ১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:০৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
আজ বৃহস্পতিবার সকালে এক ক্ষুদে বার্তায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি)- এর ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামক স্থান থেকে ফজলে করিমসহ তিনজনকে আটক করে।
আটক অন্য দুজন হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী। তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।