তারেক রহমানের কঠোর অবস্থানে নিয়ন্ত্রণে তৃণমূল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:৩৭ পিএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের একমাস পেরিয়ে গেছে। এরই মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর সারাদেশে মানুষের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে থাকে। বিএনপির নির্যাতিত নেতাকর্মীরাও কোনো কোনো জায়গায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হস্তে নিয়ন্ত্রণে আনেন নেতাকর্মীদের। এজন্য তাঁকে নিতে হয়েছে কঠিন সিদ্ধান্ত। গত একমাসে প্রায় তিনশর মতো নেতাকর্মীকে করা হয়েছে বহিষ্কার। শোকজ করা হয়েছে স্থায়ী কমিটির সদস্যসহ অসংখ্য কেন্দ্রীয় নেতাকে। শুধু তাই নয়, ময়মনসিংহে কেন্দ্রীয় এক নেতাকে বহিষ্কারের পর দেয়া হয়েছে মামলা। মামলা দেয়া হয়েছে নওগাঁর এক বিএনপি নেতা ও ঢাকার কলাবাগানের এক ছাত্রদল নেতার বিরুদ্ধেও। ফলে দেশজুড়ে সহিংতার ঘটনা কমে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো মূল্যে দেশে সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করতে হয়েছে বিএনপিকে। শুরু থেকেই অপকর্ম-নৈরাজ্যের বিরুদ্ধে অবলম্বন করে জিরো টলারেন্স নীতি। এর ফলে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়েছে বলে দাবি বিএনপির। তবে হাইকমান্ডের শতভাগ আন্তরিকতা এবং দলের কঠোর অবস্থান সত্তে¡ও কিছু নেতাকর্মীর নেতিবাচক অপকর্ম পুরোপুরি বন্ধ হয়নি। এ কারণে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। অপকর্মে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে কয়েক নেতার বিরুদ্ধে থানায় এজাহারও দায়ের করা হয়েছে।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় ফেরে বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরই মধ্যে স্থায়ী মুক্তি পেয়েছেন। যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দেশে ফেরার প্রক্রিয়া চলছে। নেতাকর্মীরাও মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন, কারাগার থেকে বের হয়ে আসছেন। সবমিলিয়ে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে। কিন্তু দলের এ চাঙ্গা অবস্থাকে ম্লান করে দিচ্ছে কিছু উছৃঙ্খল নেতাকর্মীর নেতিবাচক কর্মকান্ড। তাই দলের ইমেজ ধরে রাখতে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে সাংগঠনিকসহ আইনি ব্যবস্থা। এরই মধ্যে সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে বিভাগওয়ারী ভার্চুয়াল বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ধারবাহিক বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন, তিনি দলের কত শীর্ষে অবস্থান করেন সেটা বিবেচ্য নয়।
তারেক রহমান বলেন, বিজয় এখনো অনেক দূরে, সফলতার পথ অনেক দীর্ঘ। আমরা গত ১৭ বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। তৃণমূল নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো অতীতে সংকটকালে দলের পাশে ছিলেন। আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে, তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে।
তিনি বলেন, আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে বা প্যাগোডায় কিংবা গির্জায়। তেমনি কারও উৎসব ঈদুল ফিতর, কারও দুর্গাপূজা বা বড়দিন বা বৈশাখী পূর্ণিমা, সেটাও আমার-আপনার সবার অভিন্ন পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারও আবার সমতলে, কেউবা থাকেন হাওড়ে আবার কেউ ছোট্ট দ্বীপে, নয়তো উপক‚লের প্লাবন ভূমিতে বা সুন্দরবনের পাশে-সব ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখল, দোকান ও মার্কেটে চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ওপর হামলাসহ নানা অপকর্মের অভিযোগ আসছে। কেন্দ্রীয় কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের মধ্যে পদধারী নেতা খুবই কম। বেশিরভাগই হাইব্রিড এবং দলে অনুপ্রবেশকারী। যারা এতদিন দলের দুর্দিনে পাশে ছিল না, পরিবর্তিত পরিস্থিতিতে তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি-সুনাম ক্ষুন্ন করছে। এসব ব্যাপারে সারা দেশে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। একই সঙ্গে কেউ যদি কোথাও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়া এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাতে বলা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে ও দেশনায়ক তারেক রহমানের কঠোর নির্দেশনায় দলের নেতাকর্মীরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন। তিনি নেতাকর্মীদের স্পষ্ট বলেছেন বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেতাকর্মীদের ১৫ বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।