কুলিয়ারচরে বিএনপি'র ৩৩ নেতাকর্মীর নামে ফের মামলা, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৪৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি'র ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০/৮০ জনকে আসামী করে কুলিয়ারচর থানায় বিস্ফোরক আইনে ফের আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুলিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ লুৎফর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। যাহা কুলিয়ারচর থানার মামলা নং ৮।
মামলায় আসামীদের বিরুদ্ধে বেআইনী জনতাবন্ধে মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা হাঙ্গামা ও নাশকতা করার উদ্দেশ্যে পুলিশের কাজে বাধাদান সহ পুলিশের উপর হামলা চালাইয়া সাধারণ ও গুরুত্বর জখম করতঃ বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটাইয়া ক্ষতি সাধন করার উদ্দেশ্যে জনমনে আতংক ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযযোগ আনায়ন করা হয়েছে।
অপরদিকে বিএনপি নেতাকর্মীদের দাবী ১১ ফেব্রুয়ারি বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার রামদী ইউনিয়নের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ গুলি চালিয়ে রামদী ইউনিয়ন ছাত্রদল নেতা আশিকুর রহমান নয়ন, তানভীর, খোকন মিয়া, বিজয় মিয়া, আবু সাঈম সহ অন্তত ১০ জনকে আহত করেছে। এ সময় কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক মোঃ ইমরান খান( ৩০), যুবদল নেতা অলি উল্লিহ ও মোঃ শফিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
মামলার অপরাপর আসামীদের মধ্যে উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মজলু মিয়া, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক খাইরুল ইসলাম বকুল, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হেসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সভাপতি মহসিন, সাধারন সম্পাদক মাসুদ মিয়া ও ছয়সূতী ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিল, যুবদল নেতা শাহ আলম সহ ৩৩ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনে নেতাকর্মীদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০/৮০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ১৬ জানুয়ারী বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের নান্নু ভুইয়ার পুত্র শহিদুল ইসলাম বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। যাহা কুলিয়ারচর থানার মামলা নং ১০ তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ ইং। ধারা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩-ক/৪ তৎসহ দন্ডবিধি আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪ ধারায়।
মামলায় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম সহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০/৮০ জনকে আসামী করা হয়। তাছাড়া গত ৩ ডিসেম্বর উপজেলার জাফরাবাদ গ্রামের আবু তাহেরের পুত্র নাজিম উদ্দিন বাদী হয়ে কুলিয়ারচর থানায় আরো একটি মামলা দায়ের করেন। যাহা কুলিয়ারচর থানার মামলা নং ১ তারিখ ৩/১২/২০২২ ইং। ধারা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩-ক/৪ তৎসহ অন্যান্য ধারা।
এ নিয়ে গত ৩ মাসে কুলিয়ারচর থানায় বিএনপি নেতাকর্মীদের নামে পর পর ৩ মামলা দায়ের করা হয়েছে।