দেশের দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী : চুন্নু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৪ পিএম, ২১ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৫:১৫ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজি আর স্বজন-প্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে।
আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে জাপা মহাসচিব এসব কথা বলেন।
এসময় তার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো. মাশরেকুল আজম রবি (লিটন), মো. হাসান মিয়া, প্রকৌশলী শিষ ইবনে আজম এবং ছাত্র নেতা মো. মুসা ইবনে আজম।
চুন্নু বলেন, ১৯৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর দু’টি দল বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন ও অধিকার ভূলুণ্ঠিত করেছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। তারা এই দু’টি দলকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ পল্লীবন্ধুর উন্নয়ন ও সুশাসনের রাজনীতি ফিরে পেতে চায়। তারা জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এসময় তিনি জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
জাপা নেতা মো. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, হারুন অর রশীদ, এমএ কুদ্দুস খান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।