তারেক রহমানের নামে সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ এএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:১৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়া : বগুড়া অফিস জানায়, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আলজাজিরায় কাবু অবৈধরা দৃষ্টি অন্যদিকে সরাতে তারেক রহমানের সাজা সামনে এনেছে। তার জনপ্রিয়তায় ভীত হয়ে ফরমায়েসি সাজা বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, খুব শিগগিরই দুঃশাসনের অবসান হবে। এ জন্য ভোটচোর এ সরকারকে বিদায় করতে প্রয়োজন আন্দোলন। সেই আন্দোলনে যুবদলসহ বগুড়াবাসীও প্রস্তুতি নিন। বৃহস্পতিবার নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ২ বছরের সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার দুপুরে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে বিনাভোটের সরকারের সকল অন্যায়-অপকর্ম দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করতে পারতেন তারেক রহমান। জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ শাজন, আহসান হাবিব মমি, আদিল শাহরিয়ার গোর্কি, হারুনুর রশিদ সুজন, তাজমিলুর বিচিত্র, আমিনুর রহমান শাহিন, শাহাদত হোসন সোহাগ, জুম্মন শেখ, রাশেদুল রাশেদ, রায়হান শরিফ মাসুম, শহর যুবদলের রবিউল হাসান দারুন, বাইতুল্লাহ, সাদ্দাম হোসেন, মিলটন, মেহেদি হাসান বাপ্পি, রোকন, আল-আমিন শেখ, রনি, সম্পদ,শাহিন, আরিফুর রহমান মজনু, রুহিন, জিল্লুর, রাব্বি, জিল্লুর রহমান, মমিন, আনোয়ার, তৌহিদ, রবিউল ইসলাম, রায়হান, জন, মামুন, সোহেলসহ প্রমুখ।
নাটোর: স্টাফ রিপোর্টার নাটোর থেকে জানান, তারেক রহমানের নামে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২ বছর সাজার প্রতিবাদে নাটোর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তেবেড়িয়া হাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম আবুল-এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাসান পরশ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মিনহাজুর রহমান মনির, ছাত্রনেতা মিজানুর রহমান কাজল, আসিফ ইকবালসহ জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ নেয়।
চট্টগ্রাম: চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, সরকারের দুর্নীতি, দুঃশাসন এর প্রকৃত চিত্র যখন বিশ্ববাসীর কাছে ভেসে উঠেছে তখন জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজানো মামলায় সরকারের নির্দেশে নড়াইলের আদালত ফরমায়েশি রায়ে সাজা প্রদান করেছে। মিথ্যা, বানোয়াট মামলায় সরকারের আজ্ঞাবহ আদালত যে রায় দিয়েছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিজেদের অপকর্ম ঢাকতেই প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়েছে। মূলত তারেক রহমান-এর জনপ্রিয়তাকে সরকার ভয় পায়। এতে তিনি আরও বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে হেয় করার জন্য সরকারের নীলনকশা বাস্তবায়ননের অংশ হিসেবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা প্রদান করছে আদালত। তথাকথিত আইনি প্রক্রিয়ার নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণমূলক কর্মকান্ডের গতি অব্যাহত আছে। কিন্তু কোন ষড়যন্ত্রই তাঁর রাজনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। দেশের জনগণ এই সাজানো রায় প্রত্যাখ্যান করেছে। রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ রায় প্রত্যাহার করতে হবে। তিনি আজ দুপুর ২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মানহানি মামলায় সাজা দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব শূন্য করতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় ফরমাশি রায়ে সাজা প্রদান করা হচ্ছে। আইন, বিচার, শাসন বিভাগসহ সকল রাষ্ট্রযন্ত্র আজ সরকারের হাতের মুঠোয়। বিরোধী দল ও মতকে দমনে সরকারের প্রেসক্রিপশনে এইসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আর সেজন্য জনগণ বিশ্বাস করেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা ও সাজা দেয়া হয়েছে তা গভীর ষড়যন্ত্রমূলক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, অ্যাড. সাইদুল ইসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী মুর্তজা খান, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, জসিম উদ্দিন রকি, আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ আলম, সাজ্জাদ হোসেন, হাসান মাহমুদ, এম. এ হানিফ, দিদার হোসেন, জাকির হোসেন, ইমরান চৌধুরী বাবলু, ইমদাদুল হক স্বপন, আব্দুল মান্নান, মোঃ হাসান, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, মোঃ হিমেল, মিজানুর রহমান সাইফুল, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, শাহজাহান বাদশা, সম্পাদক মন্ডলীর সদস্য লুৎফর রহমান জুয়েল, নুর আলম, কামরুল হাসান, সহ-সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুল ইসলাম, রাশেদ পাটোয়ারী, কামাল হোসেন, খোরশেদ আলম, মো: বাকের হোসেন, জাকির হোসেন মিশু, মো: সোহেল, সদস্য মো: জাবেদ সহ প্রমুখ। মিছিলটি কাজীর দেউড়ী নসিমন ভবন দলীয় কার্যালয় থেকে শুরু করে লাভ লেইন, এনায়েত বাজার, বাটালি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
কুমিল্লা: কুমিল্লা প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে সাজা দেয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা কুমিল্লায় বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার। এ সময় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন , স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন প্রমুখ। কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, যত ষড়যন্ত্র ও মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক রায় দেয়া হোক না কেন তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নাম দেশের ১৮ কোটি জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার নির্দেশিত এই রায় বাতিল করা না হলে কুমিল্লাসহ সারাদেশে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
জামালপুর: জামালপুর প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে মামলার রায়ের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। আজ শুক্রবার বিকেলে শহরে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল, সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, সরকারের নির্দেশে নড়াইলে তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে।
রংপুর: স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল বিকাল ৪ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের সাথে নেতাকর্মীদের তুমুল বাগ্ বিতন্ডা হয়। পরে কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে সেখানেই বিক্ষোভ করতে থাকে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মুরাদ স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বিপু প্রমুখ। বক্তাগণ অবিলম্বে এই ফরমায়েশি রায় বাতিলের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ক্ষমতা জবর দখলকারী এই সরকার আলজাজিরায় প্রচারিত খবর থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই দেশবরণ্য নেতা তারেক রহমানের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই রায় দিয়েছে। রায় বাতিল করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
ঝিনাইদহ: স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ থেকে জানান, নড়াইল আদালতে তারেক রহমানের নামে সাজার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার সকালে শহরের আরাপপুর এলাকা থেকে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম- সম্পাদক রিন্টু মুন্সী, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, সদর খানা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা শাখার অর্থ সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ রাজিব, মৎস্যজীবী দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জল হোসেন ও আনোয়ার হোসেন। কর্মসূচিতে জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তাগণ অভিযোগ করে বলেন, হাসিনার স্বৈরতন্ত্র ও মাফিয়া ডনের তকমা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নড়াইল আদালতে তারেক রহমানের সাজা দেয়া হয়েছে। দেশের জনগণ এই দন্ড মানে না।
লোহাগড়া : লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের একটি আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মানহানি মামলায় তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ দেয় আদালত। এ রায়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে লোহাগড়ার বিএনপির নেতাকর্মীরা লোহাগড়া বাজারে একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা এ মামলাকে অবৈধ দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানায়। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মানহানি মামলায় গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিএনপির সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। বঙ্গবন্ধুকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলে মন্তব্য করেন তারেক রহমান। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মুক্তিযোদ্ধা শাহাজান বিশ্বাস বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক গত বৃহস্পতিবার এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতে উপস্থিত ছিলেন না। এছাড়া তার পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে রায় হয়েছে, তাতে আমরা খুশি হয়েছি। তিনি বিদেশে পলাতক আছেন। গ্রেফতার হওয়ার পরই তারেক রহমানের এ সাজা কার্যকর হবে। নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মো: ইকবাল হোসেন সিকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করায় তাঁর পক্ষে কোন আইনজীবী নিয়োগ করা সম্ভব হয়নি। এ মামলাকে অবৈধ দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ টিপু সুলতান, বিএনপি নেতা মোঃ মুসা মোল্যা ও বিএনপি নেতা মোঃ শামসুল হক আজাদের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান বাটু, যুবদল নেতা মোঃ আমিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সনি, ছাত্রদল নেতা মোঃ তাইবুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জ : স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকার কর্তৃক ফরমায়েশি সাজা প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় এ নিন্দা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। প্রতিবাদ বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারের নানা অপকর্ম নিয়ে যখন সারাবিশ্বের মিডিয়া সমালোচনায় মুখরিত, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে নড়াইলের আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা চক্রান্তমূলক মামলায় সাজা ঘোষণা সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। সরকার এই সমস্ত অপকর্মের খবর আড়াল করার প্রচেষ্টায় জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে তাদের আজ্ঞাবহ আদালতের মাধ্যমে এই রায় প্রদান করিয়েছে। তবে মধ্য রাতের ভোট ডাকাতিতে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এই কুশাসনের সরকার নিজেদের কুখ্যাতি ঢাকতে যতই চেষ্টা করুক না কেন, তাদের স্বরূপ বিশ্ববাসীর কাছে উন্মোচিত। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান-এর বিরুদ্ধে দেয়া এই ন্যক্কারজনক ফরমায়েশি রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।